চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি...............................................
চাঁপাইনবাবগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে অসুস্থ, দুঃস্থ, অসহায়, গরিব প্রায় ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করেছে বিজিবি ৫৯ ব্যাটালিয়ন। শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বিজিবি ৫৯ ব্যাটালিয়ন সদর দফতরে এ উদ্যোগ গ্রহণ করা হয়। ব্যাটালিয়নের মেডিকেল অফিসার রোগীদের চিকিৎসা দিয়ে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন।
এসময় উপস্থিত ছিলেন- রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল গোলাম কিবরিয়া, উপ-অধিনায়ক মেজর এস.এম. ইমরুল কায়েসসহ কর্মকর্তারা। রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল গোলাম কিবরিয়া জানান, মহান বিজয় দিবস উপলক্ষে ব্যাটালিয়নের আশপাশের অসুস্থ, দুঃস্থ, অসহায়, গরিব সাধারণ মানুষের জন্য বিনামূল্যে নিজস্ব মেডিকেল অফিসার দ্বারা চিকিৎসা প্রদান হয়। সেই সঙ্গে ব্যাটালিয়নের নিজস্ব ওষুধ প্রদান করা হয়। প্রায় ৫০০ জন রোগীকে সেবা প্রদান করা হয়। সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে খুব আনন্দিত। আগামীতে এ ধরণের উদ্যোগ চান চিকিৎসা নিতে আসা রোগীরা।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর