মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী নারায়নপুর ইউনিয়নে বন্যাকবলিত মানুষের জন্য ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সদর, চাঁপাইনবাবগঞ্জ। ২০ আগস্ট সকালে ভয়াল পদ্মা নদী পাড়ি দিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. সুমনের নেতৃত্বে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) দলটি নারায়নপুরে পৌঁছান। দীর্ঘ দুই ঘণ্টার নৌযাত্রা শেষে তারা মাইকিংয়ের মাধ্যমে এলাকাবাসীকে চিকিৎসা গ্রহণের আহ্বান জানান এবং দিনব্যাপী চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. সুমন জানান, “প্রান্তিক জনগোষ্ঠী ও বন্যায় পানিবন্দি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই আমাদের এই উদ্যোগ। আমাদের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারসহ সকল স্বাস্থ্যকর্মী স্বতঃস্ফূর্তভাবে এ দায়িত্ব পালন করছেন।
তিনি আরো জানান, গত ১৮ আগস্ট সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের প্রায় ১ হাজার ৭০০ বন্যাকবলিত পানিবন্দি মানুষকেও চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়েছে। ডা. সুমন আশ্বস্ত করে বলেন, “যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা-কর্মচারী ও সিএইচসিপিরা নিরলসভাবে দায়িত্ব পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ।” চিকিৎসা কার্যক্রমের পাশাপাশি সাধারণ মানুষকে বিভিন্ন রোগ প্রতিরোধ ও স্বাস্থ্যসচেতনতা বিষয়ে শিক্ষা প্রদান করেন সিএইচসিপিরা। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শিগগিরই আবারও এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর