প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৬, ২:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৯, ২০২৬, ১:১৫ পি.এম
চাঁপাইনবাবগঞ্জে পুকুরে ভাসমান বৃদ্ধের লাশ উদ্ধার

বিশেষ প্রতিনিধি, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জের বটতলাহাট এলাকার একটি পুকুর থেকে নিখোঁজ এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই বৃদ্ধের নাম আনারুল ইসলাম,(৬৫)। তিনি বটতলাহাট এলাকার মৃত মিনারুল ইসলামের ছেলে।
শুক্রবার সকালে ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোঃ আনারুল ইসলামের(৬৫) লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্র্মকর্তা (ওসি) নূরে আলম জানান, গত ৫ জানুয়ারি আনারুল ইসলাম নিখোঁজ হন। এ ঘটনায় তার পরিবার চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেছে। আজ সকালে খবর পেয়ে পুলিশ তার লাশ একটি পুকুর থেকে উদ্ধার করেছে। পরে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর