মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা (ইনজেকশন) জারি থাকা সত্ত্বেও বিরোধপূর্ণ জমিতে আমগাছ রোপণ ও কালাই ছিটানোর অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী ঝর্ণা বেগম (৪০), স্বামী- মোঃ আঃ মতিন, সাং- শিবরামপুর, থানা- তানোর, জেলা- রাজশাহী জানান, উপজেলার হুলাশপুর মৌজার খতিয়ান নং- আরএস ৩৯, দাগ নং- ১১১ এর মোট ০.৭৭ একর জমির মধ্যে ০.১৪ একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ বিষয়ে আদালতে মামলা চলমান এবং উক্ত জমির উপর আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা (অর্ডার ৩৯ রুল ১, দেওয়ানী কার্যবিধি) জারি করেছে।
অভিযোগে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর সকাল ৭টার দিকে বিবাদী রহিমা বেগম (৩৫), স্বামী- মোঃ তাহেরুল ইসলাম এবং লাল মোহাম্মদ (৭৫), পিতা- মৃত সমসের আলীসহ তাদের ভাড়াটিয়া লোকজন জমিতে আমগাছের চারা রোপণ ও কালাই ছিটায়। এসময় ঝর্ণা বেগম বাধা দিলে বিবাদীপক্ষ তাকে ভয়ভীতি ও হুমকি প্রদান করে।
ভুক্তভোগী ঝর্ণা বেগম বলেন, “আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রহিমা ও তার সহযোগীরা আইন অমান্য করে জমিতে গাছ রোপণ করেছে। এতে আদালতের নির্দেশনা লঙ্ঘিত হয়েছে। আমি এর ন্যায়বিচার চাই।” ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে স্থানীয়রা জানিয়েছেন, আদালতের আদেশকে উপেক্ষা করে প্রকাশ্যে এই কাজ করা হয়েছে, যা এলাকায় উত্তেজনার সৃষ্টি করেছে। ভুক্তভোগী ঝর্ণা বেগম বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এ বিষয়ে নাচোল থানার ওসি বলেন অভিযোগ পাওয়া গেছে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর