চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাহাদাত হোসেন মাসুদ। মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) বিকেল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক তাঁর নতুন দায়িত্ব গ্রহণের পর জেলার সামগ্রিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতি বৃদ্ধি ও জনসেবায় স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে মতামত তুলে ধরেন। তিনি সাংবাদিকদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন।
স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা সভায় জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক উদ্যোগ নিয়ে মূল্যবান পরামর্শ প্রদান করেন। জেলা প্রশাসক এসব মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। মতবিনিময় সভাটি সাংবাদিক ও প্রশাসনের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর