প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ১:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৪:৩২ পি.এম
চাঁপাইনবাবগঞ্জে ট্যাপকলের পানি নেয়কে কেন্দ্র করে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক,আব্দুল বাতেন: চাঁপাইনবাবগঞ্জে ট্যাপকল থেকে পানি নেওয়াকে কেন্দ্র করে নাসির উদ্দিন বাসু (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৭ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর আনুমানিক ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার প্রান্তিকপাড়া রেলবস্তি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাসির উদ্দিন বাসু চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আলীনগর ভূতপুকুর মহল্লার আকতার হোসেন মুন্সীর ছেলে। তিনি প্রান্তিকপাড়া রেলবস্তি এলাকায় ভাড়াবাসায় বসবাস করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, ট্যাপকলে পানি নেওয়াকে কেন্দ্র করে নাসির উদ্দিনের সঙ্গে পার্শ্ববর্তী বাসিন্দা নূরী নামের এক নারীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নূরী মোবাইল ফোনে কয়েকজনকে ডেকে আনেন। পরে তারা ঘটনাস্থলে এসে নাসির উদ্দিনকে লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করে গুরুতর আহত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে পাঠায়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম এর মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে ৭ জনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
এদিকে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. উম্মে হাবিবা জানান, নাসির উদ্দিনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাথায় গুরুতর আঘাতের কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর