প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৫, ২০২৬, ৭:২০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩, ২০২৬, ২:২৭ পি.এম
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পার্টির দু’জনসহ তিন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল

মোহাঃ সফিকুল ইসলাম, শিবগঞ্জ( চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে ১৬ জন প্রার্থীর মধ্যে ১৩ জনের মনোনয়নপত্র বৈঘ ঘোষণা করা হয়েছে। ত্রুটি থাকায় বাতিল করা হয়েছে জাতীয় পার্টির দু’জনসহ তিন প্রার্থীর মনোনয়ন। শনিবার যাচাইবাছাই শেষে এ সিদ্ধান্ত জানান, জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা মো: শাহাদাত হোসেন মাসুদ।
চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা মো: শাহাদাত হোসেন মাসুদ জানান, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ উপজেলা) আসনে জাতীয় পার্টির প্রার্থী আফজাল হোসেনের আরকর রির্টানের সাথে হলফনামার আয়ের পার্থক্য, চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা) আসনে জাতীয় পার্টির প্রার্থী খুরশিদ আলমের দলীয় মনোয়নপত্রের মুলকপি না থাকা ও নাগরিককত্ব ত্যাগের দালিলিক প্রমান দেখাতে না পারা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) প্রার্থী ফজলুর ইসলাম খাঁনের ঋণখেলাপির তথ্য ও মামলার তথ্য গোপন করায় মনোনয়ন পত্র বাতিল ঘোষনা করা হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর