আব্দুল বাতেন: চাঁপাইনবাবগঞ্জে চেক প্রত্যাখ্যান (ডিজঅনার) মামলায় জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম ওরফে চাইনিজ রফিককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর দেওয়া চেকে উল্লেখিত ৪০ লাখ টাকার অর্থদণ্ডও করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত (প্রথম আদালত)-এর বিচারক আঃ বাঃ মোঃ নাহিদুজ্জামান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন না। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার প্রফেসরপাড়ার আবুল কালাম আজাদের ছেলে।
মামলার পটভূমি বাদী হাম্মাদ আলী জানান, ব্যবসায়িক প্রয়োজনে তিনি রফিকুল ইসলামকে ধার হিসেবে ৪০ লাখ টাকা দেন। দুই মাসের মধ্যে অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও রফিকুল ইসলাম তা পরিশোধ করেননি। পরবর্তীতে তিনি একটি চেক প্রদান করেন, যা ব্যাংকে জমা দেওয়ার পর অনাদায়ী (ডিজঅনার) হিসেবে ফেরত আসে। এরপর আইনি নোটিশ পাঠিয়েও টাকা ফেরত না পাওয়ায় বাদী হাম্মাদ আলী আদালতে চেক ডিজঅনার মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার এ রায় ঘোষণা করা হয়।
বাদীর প্রতিক্রিয়া রায় ঘোষণার পর বাদী হাম্মাদ আলী সাংবাদিকদের বলেন,“দীর্ঘদিন পর হলেও এই রায়ে আমি সন্তুষ্ট। আসামির বিরুদ্ধে আমি ন্যায়বিচার পেয়েছি।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর