নিজস্ব প্রতিবেদক, আব্দুল বাতেন: চাঁপাইনবাবগঞ্জে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ উসমান হাদিকে গুলির ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে শহরের বাতেন খাঁর মোড় থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শান্তিমোড়ে অবস্থান কর্মসূচির মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভকারীরা বাতেন খাঁর মোড়ে আগুন জ্বালিয়ে জুলাই আন্দোলন, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে স্লোগান দেন। মিছিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মো. সাব্বির আহমেদ, ছাত্র অধিকার পরিষদের জেলা সাধারণ সম্পাদক মুত্তাসিম বিশ্বাস, ছাত্রশিবিরের নবাবগঞ্জ সরকারি কলেজ সভাপতি মো. রবিউল ইসলামসহ বিভিন্ন সামাজিক ও ছাত্র সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর