# রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ থেকে..............................................
চাঁপাইনবাবগঞ্জে গ্যাসের চুলায় রান্না করার সময় আগুনে পুড়ে চিকিৎসাধীন অবস্থায় আফরোজা সুলতানা সাবা (২৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আফরোজ সুলতানা সাবা চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ভেলুরমোড় মহল্লার আরিফিন আরিফের স্ত্রী। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তিনি।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাসিদুল হক নিখিল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৮ ফেব্রুয়ারি সকালে নিজ বাড়িতে গ্যাসের চুলায় রান্না করার সময় আফরোজা পরনের কাপড়ে আগুন লাগে। দগ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরবর্তীতে অবস্থা গুরুতর হলে তাঁকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা যান তিনি।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ‘আগুনে পুড়ে ওই নারীর মৃত্যুর বিষয়টি লোকমুখে শুনেছি। এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করা হবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর