আব্দুল বাতেনঃ চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫৬ টন কাঁচামরিচ আমদানি হয়েছে। রবিবার সকালে কয়েকটি ট্রাকে এসব কাঁচামরিচ বন্দর এলাকায় প্রবেশ করে।
বন্দর সূত্রে জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলা থেকে এই কাঁচামরিচ আমদানি করা হয়েছে।
স্থানীয় আমদানিকারকরা জানান, দেশের বাজারে কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার আমদানির অনুমতি দেওয়ার পর থেকেই সীমিত আকারে এ পণ্য আসা শুরু করেছে।
বন্দর কর্তৃপক্ষ জানায়, আমদানি করা প্রতিটি চালান যথাযথভাবে কাস্টমস ও উদ্ভিদ কোয়ারেন্টাইন বিভাগের পরীক্ষা শেষে ছাড় করা হচ্ছে।
এদিকে স্থানীয় ব্যবসায়ীরা আশা করছেন, পর্যাপ্ত সরবরাহ শুরু হলে দেশের বাজারে কাঁচামরিচের দাম আরও কমে আসবে।
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর