শিবগঞ্জ প্রতিনিধি........................................................................................
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জনপ্রিয় খেলাগুলোর মধ্যে একটি হলো গাদ্দি খেলা। তবে কালের বিবর্তনে দিন দিন হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার জনপ্রিয় এই খেলাটি। গ্রামীণ এই খেলাধুলার ঐতিহ্যকে ধরে রাখতে এবং মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়ন পরিষদ থেকে আধা কিলোমিটার পশ্চিমে এগোলেই নামো টিকরি গ্রামের আমবাগানে নামোটিকরি যুব সংঘের আয়োজনে যুব সংঘের সভাপতি নরুল ইসলাম মারুফের সভাপতিত্বে গাদ্দি খেলা অনুষ্ঠিত হয়। রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে এই গাদ্দি খেলায় আংশ গ্রহন করেন কালিচক গ্রাম ও নামো টিকরি গ্রাম। খেলায় জয়লাভ করেন কালিচক গ্রাম।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক এনামুল হক, সাইদুল বিশ্বাস, মোস্তফা আলী, শফিকুল ইসলাম সহ আরও অনেকে। এসময় খেলা উপভোগ করতে হাজারো মানুষ ভীড় করে। ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বয়সীরাও উপভোগ করেন ঐতিহ্যবাহী এ খেলা।
খেলা দেখতে আসা সাইরুল ইসলাম বলেন, এত জাঁকজমকভাবে এ ধরনের প্রাচীন খেলা দেখতে পারবো ভাবতেই পারিনি। এ ধরনের খেলার মাধ্যমে মানুষের সঙ্গে মানুষের বন্ধুত্ব দৃঢ় হয়। যুব সমাজ মাদক থেকে দূরে থাকবে।
খেলার আয়োজক নামোটিকরি যুব সংঘের সভাপতি নরুল ইসলাম মারুফ বলেন, গ্রামবাংলার মানুষের খেলাধুলা কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মরা আজকে মাদক ও মোবাইলের ওপর বেশি আসক্ত হয়ে পড়ছে। তাদের এ বয়সে শারীরিক কসরত, মাদক থেকে দূরে রাখতে নতুন প্রজন্মের কাছে এসব খেলাধুলা তুলে ধরার লক্ষ্যে এ খেলার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, স্থানভেদে খেলাটির অন্য নাম থাকলেও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে গাদ্দি নামে পরিচিত। অবশ্য অনেক জায়গায় বর্দন ও বাদল নামেও পরিচিত।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর