প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৮, ২০২৫, ৪:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২০, ২০২৫, ৯:৫৪ এ.এম
চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে যৌথ অভিযানে মাদকসহ আটক ৮

মো: মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের রহনপুর কেডিসিপাড়ায় সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ ৮ জনকে আটক করা হয়েছে। বুধবার ভোর ৫টা থেকে টানা এক ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৮৪০ পিস ইয়াবা, ১৪০ গ্রাম ও ৪৬৯ পুরিয়া হেরোইন, ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ১৯ লিটার চোলাই মদ এবং মাদক বিক্রির নগদ ৫৬ হাজার ১৭৫ টাকা উদ্ধার করা হয়।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, আটককৃতদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তারা হলেন, মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী আছমা বেগম (৫৫), ছেলে মো. তানু (৪৫), তাজুর স্ত্রী বিজলী, মৃত ইসলামের স্ত্রী বুধি ও ইকরামুলের স্ত্রী মোসা চিরল।
অন্যদিকে নুনগোলা কেডিসিপাড়ার খোস মোহাম্মদের ছেলে মো. আরিফ (২৯), মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. মরু এবং বাঙ্গাবাড়ির মৃত মজিবুরের ছেলে মো. কাদির (৪৫)-কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেন রুবেল।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর