# মোঃ নাসিম,স্টাফ রিপোর্টার..................................................................
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ চত্তর থেকে শুরু হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।
র্যালী শেষে উপজেলা আদিবাসী একাডেমীর সামনে উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের চাঁপাইনবাবগঞ্জ জেলার সভাপতি লুইস টুডুর সভাপতিতে "আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আদিবাসী তরুনরাই মুল শক্তি"এই প্রতিপাদ্যেকে উপজীব্য করে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল থানার অফসার ইনচার্জ মিন্টু রহমান, আদিবাসী নেতা হিংগু মুর্মু, কর্নেলিয়াস মুর্মু, প্রদ্বীব হেমব্রম, বিশ্বনাথ মাহাতো ও রঞ্জনা রানীসহ আদিবাসী নেতৃবৃন্দরা।
বাংলাদেশের সংবিধানে সমতলের আদিবাসীদের আদিবাসী হিসেবে স্বীকৃতিসহ তাদের বিভিন্ন দাবী উপজেলা প্রশাসন ও সরকারের কাছে তুলে ধরে বক্তব্য দেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর