মোঃ নাসিম, নাচোল(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি.............................................
ঘুস না দেওয়ায় এক সপ্তাহ ধরে এক পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখার অভিযোগ উঠেছে চাঁপাইনবাবগঞ্জের নাচোল পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো:ফখর উদ্দিনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নাচোল উপজেলার মুরাদপুর গ্রামে। এঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ (পবিস) এর জিএম বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন গোলাম মোস্তফা।
গোলাম মোস্তফা জানান, গত একমাস পূর্বে নাচোল পল্লী বিদ্যুৎ অফিসের মাধ্যমে বাসায় বিদ্যুৎ সংযোগ পাই। এক মাস পর হঠাৎ গত সপ্তাহে নাচোল পবিস এর লোকজন আমার বাসার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর আমি নাচোল পবিসের ডিজিএম ফখর উদ্দিনের কাছে বাড়ির সংযোগ বিচ্ছিন্নের কারণ জানতে চাইলে তিনি আমাকে বলেন, তুমি অবৈধভাবে সংযোগ নিয়েছো তাই ঘুস না দিলে সংযোগ পাবেন না।
আমি ডিজিএম কে ঘুস দিতে অপরাগতা প্রকাশ করলে তিনি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে তাঁর অফিস থেকে বের করে দেন। পরে পরিত্রান পাবার আশায় চাঁপাইনবাবগঞ্জ পবিসের জিএম বরাবর লিখিত অভিযোগ দিয়েছি।
এবিষয়ে নাচোল পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মো.ফখর উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, গোলাম মোস্তফা অবৈধভাবে সংযোগ নিয়েছিল। তাছাড়া অন্যের জমির উপর দিয়ে বিদ্যুৎ সংযোগ নিয়ে যাওয়ায় গোলাম মোস্তফার বিরুদ্ধে অফিসে অভিযোগ দিয়েছে এক জমির মালিক। তবে গোলাম মোস্তফা কে প্রথমে অবৈধ সংযোগ তো আপনারাই দিয়েছিলেন? এমন প্রশ্নের জবাবে ডিজিএম বলেন, আমার অফিসের কিছু অসাধু কর্মকর্তা ও লাইন ম্যানের কারণে এমনটি হয়েছে। গোলাম মোস্তফার কাছে ঘুস চাওয়ার বিষয়টি সত্য নয়।
এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যৎ সমিতির জিএম ছানোয়ার হোসেন কে বলেন, গোলাম মোস্তফার অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে তা উর্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর