মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জুলাই আগস্ট এর গণঅভ্যুত্থান ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখার জন্য বীর সেনাদের স্মরণে উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ (২৯ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী দল রহনপুর পৌর বিএনপি ও গোমস্তাপুর উপজেলা বিএনপি যৌথ আয়োজনে সকালে রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এই সময় উপস্থিত ছিলেন রহনপুর পৌর বিএনপি’র আহ্বায়ক এনায়েত করিম তোকি, পৌর বিএনপি’র সদস্য সচিব ইসমাইল হোসেন, বিএনপি নেতা মনিরুল ইসলাম, মোঃ মিঠুন সহ পৌর ও উপজেলা বিএনপি’র বিপুলসংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১০০ জন শিক্ষার্থী চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ী সহ সকল অংশগ্রহণকারীদের মাঝে আগামী ৭ আগস্ট বৃহস্পতিবার পুরস্কার বিতরণ করা হবে। #