মোঃ নাসিম আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর ও নাচোল উপজেলার পার্বতীপুর ইউনিয়ন,কসবা সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায়। বৃহস্পতিবার( ১ লা মে) বিকাল বেলা হঠাৎ ঝড়ো হাওয়াসহ শিলা বৃষ্টি হয় এতে ক্ষতি হয়েছে বোরো পাকা ধান, বেগুন পেঁপে ডাটা বরবটি,আম, কাঠালসহ বিভিন্ন প্রজাতির ফসলাদি মাত্র ১৫ থেকে ২০ মিনিটের সময় চলমান শিলাবৃষ্টিতে এলাকায় ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।
এলাকাবাসী জানায়, দুপুরে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়। প্রথম দিকে হালকা বাতাস শুরু হয় কিন্তু কিছুক্ষণ পরেই শুরু হয় হালকা ঝড় এর সাথে শিলাবৃষ্টি এতে কেউ কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ এই দুর্ভোগ নেমে আসে। এতে আমাদের গাছপালা সহ ফসলাদির ব্যাপক ক্ষতি হয়েছে।
বাবুল নামের এক কৃষক জানায় অনেকের পাকা ধান এখনো কাটা হয়নি । আমারও ধান কাটা বাকি রয়েছে আজ হঠাৎ শিলা বৃষ্টির কারণে ধান ঝরে কাদা ও পানিযুক্ত জমিতে পড়ে গেছে এতে আমাদের অনেক ক্ষতি হয়ে গেল। সোহেল হোসেন জানায়, আমার দুই বিঘা জমিতে বিভিন্ন প্রকার সবজি চাষ করা হয়েছে সবে মাত্র বিক্রি শুরু করেছি। এরই মধ্যে আজকে প্রচুর শিলাবৃষ্টি হলো এতে আমার সকল ফসল নষ্ট হয়ে গেছে। নষ্ট সবজি চারা আর ভালো হওয়ার কোন সম্ভাবনা নেই। আমার প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আবারো জমিতে নতুন করে ফসল লাগাতে হবে ।
এছাড়া পার্বতীপুর ও কসবা,নাচোল সদর ইউনিয়নের বাগানের শতাধিক গাছের আম ঝড়ে গেছে এছাড়া বৃষ্টির কারণে বিভিন্ন ফসল নষ্ট হয়ে গেছে।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি জানান মাত্র ১৫ মিনিট এর শিলা বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে কিন্তু ক্ষতির পরিমান এখনো বলা সম্ভব হচ্ছে না ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর