গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি............................................................
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে মোসাঃ ফরিদা বেগম (২২) নামে এক নারী আত্মহত্যা করেছে। সে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গৌরীপুর গ্রামের নূর মোহাম্মদের মেয়ে।
শনিবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গৌরীপুর গ্রামে সকাল ৬টার দিকে এই ঘনটা ঘটে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, ফরিদা বেগমের স্বামী জাহাঙ্গীর গত এক মাস থেকে কাজের জন্য নোয়াখালীতে অবস্থান করছে। তখন থেকেই ফরিদা বেগম তার চার বছর বয়সী শিশু নিয়ে বাবার বাড়ীতে বসবাস করে আসছেন।
শনিবার সকাল আনুমানিক ৬টার দিকে তার চার বছর বয়সী শিশু বাচ্চার চিৎকারে প্রতিবেশী বিবিরন খাতুন ছুটে গেলে দেখে নিজ ঘড়ের তীরের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে তার লাশ ঝুলছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে এ বিষয়ে গোমস্তাপুর থানার একটি ইউডি মামলা হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর