# বিশেষ প্রতিনিধি....................................
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দেশীয় সুটারগানসহ মো.জুবায়ের (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার(৩১ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে রহনপুর কেডিসি পাড়া এলাকার একটি আম বাগানে লুঙ্গি পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি রহনপুর পুরাতন বাজার এলাকার জিল্লুর রহমানের ছেলে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি রহনপুর কেডিসি পাড়া এলাকার একটি আম বাগানে অস্ত্রসহ এক ব্যক্তি অবস্থান করেছেন। এমন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) মোঃ শাহরিয়ার উপ-পরিদর্শক (এস আই) শওকতসহ পুলিশের একটি টিম লুঙ্গি পরে ওই আমবাগানে অভিযান চালিয়ে জুবায়েরকে একটি দেশিয় সুটারগানসহ গ্রেফতার করে। এছাড়াও গ্রেফতাকৃত ব্যক্তির বিরুদ্ধে আরও একটি মাদক মামলা রয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর