গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি......................................................
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পিস্তল ম্যাগাজিন ও গুলিসহ মোঃ মাসুদ রানা (৩৫) নামে এক এনজিওর মালিককে আটক করেছে গোমস্তাপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সারে ১১ টার দিকে উপজেলার চৌডালা বিজ্রের টোল ঘরের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক মোঃ মাসুদ রানা চাঁপাইনবাবগঞ্জ জেলার একটি প্রতিষ্ঠিত এনজিও মধুমতির মালিক এবং শিবগঞ্জ উপজেলার কানসাট শিবনারায়নপুর গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, (ওসি) মো. মাহবুব রহমান জানান, উপজেলার চৌডালা বিজ্রের টোল ঘরের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। সে মোটরসাইকেল যোগে কানসাট থেকে গোমস্তাপুর আসার পথে চৌডালা বিজ্রের টোল ঘরের সামনে তার মোটরসাইকেল গতি রোধ করে এ সময় তার দেহ তল্লাশি করলে মাঝায় গুজা অবস্থায় একটি ৭.৬৫ এমএম বিদেশী পিস্তুল ৪ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধারসহ মোঃ মাসুদ রানাকে আটক করা হয়। এ বিষয়ে গোমস্তাপুর থানা অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয় যার মামলা নম্বর- ১১। #
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর