নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি :
এই দেশ থেকে চাঁদাবাজি জবরদখল ও লুটপাটের রাজনীতি বন্ধ করতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই। গতকাল শুক্রবার (২২ আগস্ট) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে মহানগর জামায়াত আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রাজশাহী-১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান এ কথা বলেন।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন,গত দেড় দশক ধরে স্বৈরশাসক শেখ হাসিনা এ দেশের জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে রেখেছেন। তার নীতিই ছিল,আমার ভোট আমি দেব,তোমার ভোটও আমি দেব। তবে আজ মানুষ সেই একদলীয় স্বৈরশাসন থেকে মুক্তি পেয়েছে। নতুন কোনো জিম্মিদশায় জনগণ আর বন্দি হতে চায় না। তিনি বলেন,দেশ থেকে যদি চাঁদাবাজি, লুটপাট, দুর্নীতি ও অনিয়মের রাজনীতি বন্ধ করতে হয়, তবে পিআর পদ্ধতিতেই নির্বাচন হওয়া অতীজরুরি। এ পদ্ধতি বাস্তবায়িত হলে জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটবে এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা পাবে।
তিনি আরও বলেন,ব্যক্তি জীবন থেকে শুরু করে সমাজ, রাজনীতি, অর্থনীতি ও রাষ্ট্রীয় ব্যবস্থায় কোরআন-সুন্নাহর বিধান বাস্তবায়নই মানুষের প্রকৃত মুক্তির পথ। জামায়াতে ইসলামী সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও রাজশাহী মহানগর আমির ড. মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের , কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম, মহানগর জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, রাজশাহী-২ (সদর) আসনের মনোনীত প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুব আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, ত্রাণ ও পুনর্বাসন সেক্রেটারি এবং রাজশাহী-৩ আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ, শিল্প ও বাণিজ্য সেক্রেটারি অধ্যাপক সারওয়ার জাহান প্রিন্স, অফিস সেক্রেটারি তৌহিদুর রহমান সুইট এবং যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ প্রমুখ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর