বিশেষ প্রতিনিধি : রাজশাহীর বাঘায় ‘সরের হাট কল্যাণী শিশু সদন’ ও মমতাজ আজিজ বৃদ্ধাশ্রম এর প্রতিষ্ঠাতা পরিচালক সাদা মনের মানুষ সামসুদ্দিন সমেস ডাক্তার শনিবার (১২ অক্টোবর) দুপুর ১টায় বার্ধক্য জনিত কারণে নিজ বাড়ি উপজেলার সরেরহাট গ্রামে তিনি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি---রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। স্ত্রী, দুই ছেলে ও ৪ মেয়েসহ বহুগুনগ্রাহী রেখে গেছেন ।
জানা যায,১৯৭১ সালে রনাঙ্গন থেকে ফিরে, সতীর্থ যোদ্ধা প্রতিবেশী বন্ধুদের ফিরে না আসা এতিম সন্তানদের মুখের দিকে চেয়ে মানবিক বোধে উজ্জীবিত হয়েই কাঁধে তুলে নেন এতিমদের দ্বায়িত্ব । তাদের খাওয়া পরা,চিকিৎসাসহ পূর্ণবাসনের বিষয়টি দিন দিন বড় হতে থাকে। বেসরকারি একটি এনজিও প্রথমদিকে সহযোগিতা করলেও পরে তা বন্ধ হয়ে যায়।
১৯৮৪ সালে স্ত্রী মেহেরুন্নেছাকে বুঝিয়ে তাকে দেওয়া মহরনা স্বত্ব দিয়ে ১২শতাংশ জমি কিনে যুদ্ধে শহীদ মুক্তি যোদ্ধাদের সন্তানদের নিয়ে রাজশাহী শহর থেকে ৪৮ কিলোমিটার পূর্বে প্দ্মা নদীর তীর ঘেঁষে সরেরহাট গ্রামে ডা. শামসুদ্দিন সরকার গড়ে তুলেন একটি এতিম খানা। সে সময় এতিমদের সংখ্যা ছিল ৫৬ জন। ’৮৪ সালে যাত্রা শুরু ১০ বছর পর “সরেরহাট কল্যানি শিশু সদন” নামে প্রতিষ্ঠিত এতিম খানার রেজিষ্ট্রেশন পাওয়া যায়।
২০১৭ সালে প্রতিষ্ঠা করা হয় ‘মমতাজ-আজিজ’ বৃদ্ধাশ্রম। সেখানে ঠাই পেয়েছে এতিম ও সুবিধা বঞ্চিত ১২৩জন শিশু এবং ৪৪জন বয়োবৃদ্ধ। জীবনের শেষ দিন পর্যন্ত বাবার স্নেহ-ভালবাসায় বুক দিয়ে আগলে রেখেছিলেন তাদের। সাদা মনের মানুষ হিসাবে পদক পেয়েছেন মধ্যবিত্ত পরিবারের সন্তান সমেশ ডাক্তার। পেশায় ছিলেন পল্লী চিকিৎসক।
প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক আল মাহমুদ কমল জানান,বাদ মাগরিব নিজ এলাকায় প্রথম ও বাঘা শাহী মসজিদ প্রাঙ্গনে দ্বিতীয় জানাযার নামাজ শেষে বাঘা কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানান, রাজনৈতিক,সামাজিক, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্টান, এনজিও প্রতিষ্ঠানের নের্তৃবৃন্দ । #
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর