মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীতে ডাকাতি চেষ্টার মামলায় ছয় বছরের সশ্রম কারাদণ্ড ও ৬০০০ টাকা জরিমানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫ এর সদস্যরা। র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানি মোল্লাপাড়া ক্যাম্পের একটি চৌকস দল রোববার (১২ অক্টোবর) রাত ৮টা ৪০ মিনিটের দিকে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন শিরোইল কলোনি এলাকার জান্নাতুন ফেরদৌস মসজিদের সামনে অভিযান চালিয়ে ওই আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি হলেন, মোঃ কাজল (৩৫), পিতা: মোঃ জসিমউদ্দিন, সাং: আসাম কলোনি, রবের মোড়, থানা: চন্দ্রিমা, আরএমপি রাজশাহী। তিনি জিআর নং-৮৯/১৮, ধারা ৩৯৯/৪০২ পেনাল কোড, প্রসেস নং ৫১১, তারিখ ১৪/০৭/২০২৫ খ্রিঃ মামলায় ছয় বছরের সশ্রম কারাদণ্ড ও ৬০০০ টাকা জরিমানার আদেশে সাজাপ্রাপ্ত ছিলেন।
র্যাব জানায়, গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর থেকে আসামি রাজশাহী মহানগর এলাকায় দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত কাজল আদালতের রায়ের বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব। পরে তাকে আরএমপি চন্দ্রিমা থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ও বিভিন্ন অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর