ক্যাপশনঃ চন্দনাইশ প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত মিলাদ মাহফিল ও আলোচনা সভার একাংশ।
মোঃ রোকনউদ্দিন জয়, বিশেষ প্রতিনিধি চট্টগ্রামঃচট্টগ্রাম চন্দনাইশ প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় দক্ষিণ হাশিমপুর কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া নজিরিয়া সুন্নিয়া মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানার হলরুমে অনুষ্ঠিত মিলাদ মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি মো. আবিদুর রহমান (বাবুল)।
চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল আলমের সঞ্চালনায় ঈদে মিলাদুন্নবী (সা.) এর তাৎপর্য ও গুরুত্ব শীর্ষক আলোচনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন হাশিমপুর ইসলামিয়া মকবুলিয়া কামিল মাদ্রাসার সিনিয়র আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম।
বক্তারা বলেন, পবিত্র মিলাদুন্নবী (সা.) মানেই সব মাখলুকাতের জন্য রহমত। এ রহমতের শ্রুত ধারায় অবিচল থাকাই হচ্ছে ইমান। নবীজি (সা.) এর প্রতি পূর্ণাঙ্গ মহব্বত মুমিনের জন্য ফরজ আর এটাই হলো ঈমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ প্রেস ক্লাবের উপদেষ্টা আলহাজ্ব আবদুল মজিদ, ব্যবসায়ী মোহাম্মদ মোস্তাক উদ্দিন, চন্দনাইশ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জয়নাল আবেদীন, অর্থ সম্পাদক মো. আমানত হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইয়াছিন ইসলাম হৃদয়, সাহিত্য-সাংস্কৃতিক ও পাঠাগার সম্পাদক আবদুল্লাহ আল মামুন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রোকন উদ্দীন, সাধারণ সদস্য মো. লোকমান হাকিম, মাদ্রাসা পরিচালনা পরিষদের সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াস, অর্থ সম্পাদক ডা. ফরিদ আহমদ, সহ অর্থ সম্পাদক মনির আহমদ, সহ অর্থ সম্পাদক নুরুল হক, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, খোরশেদ আলম, মুহাম্মদ নুরুল আবছার, মোহাম্মদ আলী, মহিউদ্দিন, তাহিদুল ইসলাম প্রমুখ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর