প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৯, ২০২৫, ১১:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৪, ৩:৩৬ পি.এম
চট্টগ্রাম বোর্ড কওমি মাদ্রাসা ২০২৪ বার্ষিক পরীক্ষায় বটিয়াঘাটা ৩ ছাত্র ছাত্রী কৃতিত্ব অর্জন

# মোঃ মিজানুর রহমান, খুলনা বটিয়াঘাটা: রবিবার সকাল ১২ টায় হাদিরাবাদ তাবলীগ গুল কুরান কওমি মাদ্রাসা ও এতিম খানার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান ২০২৪ করা হয়।
মোঃ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাওলানা মুফতি হুসাইন আহমদ, মুহাদ্দিস খুলনা দারুলউলুম মাদ্রাসা ও খতিব হেলা তলা জামে মসজিদ, মাওলানা মুফতি নূর আলম,খুলনা বিভাগীয় প্রধান নূরানী তালি মুল কুরান, হাফেজ মোঃ রফিকুল ইসলাম, মজলিসের সুরা হাদিরাবাদ তাবলীগ গুল৷ কুরান কওমি মাদ্রাসা ও এতিম খানা,মাওলানা খানজাহান আলী মজলিশেশুরাহ হাদিরাবাদ তাবলীগ গুল৷ কুরান কওমি মাদ্রাসা ও এতিম খানা।
চট্রগ্রাম কওমি বোর্ড ২৫ হাজার মাদ্রাসার ৭ লাখ ২৭ হাজার ছাত্র ছাত্রীর মধ্যে বটিয়াঘাটা উপজেলার ৭ নং আমির পুর ইউনিয়নের হাদিরাবাদ তাবলীগ গুল৷ কুরান কওমি মাদ্রাসা ও এতিম খানার তৃতীয় শ্রেণীর ১৯ জন ছাত্র ছাত্রীর জিপিএ 5, ১৬ জন,জিপি এ 4, ৩ জন, পেয়ে শতভাগ সাফল্য অর্জন করেছে, এর মধ্যে ৩ জন মেধা তালিকায় শাকিলা খাতুন ৫ম মোঃ সালমান শেখ ৬ষ্ট,ও মোঃ আবুল কালাম আজাদ ১৬ স্থান পায়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর