মোঃরোকন উদ্দিন জয়, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম: আজ ৩০ শে মে রোজ বৃহস্পতিবার। দুপুর দুইটার দিকে বন্দর থানার, কাস্টম ও সল্টগোলা ক্রসিং এর মাঝামাঝি বন্দর সিপিআর গেইএট এলাকায় অজ্ঞাতনামা ব্যাক্তির লাশ পাওয়া গেছে ।
প্রতক্ষ্যদশীর্রা জানায়,এখানে চলাচলরত পথচারী কিছু লোকজন রাস্তার পূর্বপাশে অজ্ঞাত একটি লাশ পড়ে থাকতে দেখে তৎক্ষণাৎ তারা বন্দর থানায় ফোন করেন। ফোন পেয়ে বন্দর থানার এস আই মোহাম্মদ হাসান তার টিম নিয়ে ঘটনা স্থানে উপস্থিত হন। এবং সাথে সাথে পিবিআই ক্রাইম সিন সেখানে উপস্থিত হন। তারা দেখতে পান, সিপিআর গেইট এলাকায় রাস্তার পাশে, গাছের নিচে নির্জন জায়গায় আনুমানিক ষাটোর্ধ একজন পুরুষের লাশ পড়ে আছে।
উপস্থিত জনগণের কেউই লাশ টিকে সনাক্ত করতে পারেনি। বন্দর থানার এসআই হাসান দৈনিক সবুজনগরকে বলেন, আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে আসি। এবং অজ্ঞাতনামা লাশকে উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি। পোস্টমর্টেম রিপোর্ট আসলে বিস্তারিত বলতে পারবো।
এ বিষয়ে পিবিআই ক্রাইম সিন বলেন, লাশের মাথায় আঘাতের চিহ্ন আছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। লাশের লুঙ্গিতে প্রচুর পরিমাণে রক্ত লেগে আছে। এটা হতে পারে কোন গাড়িতে মেরে দিয়ে লাশ রাস্তার পাশে ফেলে দিয়েছে। অথবা কেউ মাথায় আঘাত করে মেরে ফেলে চলে গেছে। পোস্টমর্টেম রিপোর্ট না আসা পর্যন্ত সঠিক ভাবে কিছু বলা যাচ্ছে না।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর