প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৭, ২০২৫, ১২:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৬, ২০২৫, ৩:৪৬ পি.এম
গ্রন্থাগার পরিদর্শন করলেন রাবি উপচার্য

জিয়াউল কবীর স্বপন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান আজ সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার পরিদর্শন করেন। এসময় তাঁরা গ্রন্থাগার পাঠকক্ষসমূহ ও বই রাখার স্ট্যাকসহ অন্যান্য শাখা ও সুবিধাদি প্রত্যক্ষ করেন।
উপাচার্য গ্রন্থাগারের চলমান প্রকল্পসমূহ যথাসময়ে সমাপ্ত ও আনুষঙ্গিক সুবিধাদি নিশ্চিত করার প্রতি গুরুত্বারোপ করেন। সেখানে উপস্থিত গ্রন্থাগারের প্রশাসক প্রফেসর মোহাম্মদ হাবিবুল ইসলাম নতুন বই ও জার্নাল সংগ্রহের সম্পর্কে তাঁদেরকে অবহিত করেন। এসময় উপাচার্য নতুন বই ও জার্নাল সংগ্রহের ক্ষেত্রে বিভাগসমূহ থেকে হালনাগাদ বইয়ের তালিকা সংগ্রহের জন্য গ্রন্থাগার প্রশাসককে পরামর্শ দেন।
এসময় গ্রন্থাগার পাঠকক্ষগুলোতে বাইরে থেকে বই ও আনুষঙ্গিক পাঠসামগ্রী নিয়ে আসার সুযোগ দেওয়ার জন্য শিক্ষার্থীরা অনুরোধ জানালে উপাচার্য সংশ্লিষ্ট সকলের সাথে পরামর্শ করে প্রাথমিক পর্যায়ে একটি করে বই নিয়ে আসার বিষয়ে সম্মতি জ্ঞাপন করেন। গ্রন্থাগারের শৃঙ্খলা নিশ্চিত করে যথাশীঘ্র সম্ভব একাধিক বই নিয়ে আসার প্রক্রিয়া নির্ধারণের জন্যও সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
এসময় সেখানে অন্যদের মধ্যে প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান ও জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার উপস্থিত ছিলেন বলে রাবির জনসংযোগ দপ্তর সূত্রে জানা গেছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর