নিজস্ব প্রতিবেদক, আব্দুল বাতেন: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত এলাকা থেকে আটক ভারতীয় নাগরিক শ্রী রনজিত কুমার মন্ডলকে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার বিকেলে রোকনপুর সীমান্তে অনুষ্ঠিত বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তর করা হয়।
আটক ওই ভারতীয় নাগরিক রনজিত কুমার মন্ডল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদাহ জেলার হবিবপুর থানার ভবানিপুর গ্রামের তাপশ মন্ডলের ছেলে। বিজিবি (নওগাঁ ব্যাটালিয়ন-১৬) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, গত বুধবার ভোরে ভারতের অভ্যন্তরে বারাকা বিলে মাছ ধরার সময় রনজিত কুমার মন্ডল দুইজন বাংলাদেশি জেলের সঙ্গে বাংলাদেশে প্রবেশ করে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ধানসুরা বাজার এলাকায় আত্মগোপন করে থাকেন।
পরবর্তীতে বিষয়টি বিএসএফ বিজিবিকে অবহিত করলে বিজিবি দ্রুত অভিযান চালিয়ে নিয়ামতপুর উপজেলার ধানসুরা বাজার এলাকা থেকে ওই ভারতীয় নাগরিককে উদ্ধার করে। পরে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে রোকনপুর সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে আটক ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর করা হয় বলে জানান বিজিবির এই কর্মকর্তা।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর