গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি...............................................
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উদ্ধারকৃত অজ্ঞাতনামা লাশের পরিচয় মিলেছে। মৃতব্যক্তি নাম শম্পা খাতুন (২৩) সে ভারতের পশ্চিমবঙ্গের যাদুপুর, ইংশিল বাজার মোসলেমপুর গ্রামের ইনাউল শেখর মেয়ে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, ২৯ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ২দিকে ভারতের অভ্যন্তরে মহানন্দা নদীর উপর নির্মিত শাহপুর ব্রিজ হতে শম্পা নদীতে লাফ দেয়। পরবর্তীতে উক্ত লাশটি নদীর স্রোতে বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার চৌডালা ইউনিয়নের বালু টঙ্গী গ্রামে মহানন্দা নদীর চেয়ারম্যান ঘাট নামক স্থানে ভেসে আসে। পরে রবিবার (১ অক্টোবর) দুপুরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে তার লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়।
রবিবার রাতেই অজ্ঞাতনামা লাশের পরিচয় মিলে সে ভারতের বাসিন্দা। সোমবার ময়নাতদন্ত প্রক্রিয়া শেষে উক্ত মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া পূর্বক সোমবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে সোনামসজিদ আইসিপি দিয়ে বাংলাদেশে পাওয়া ভারতীয় নাগরিকের লাশ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজিবি ও বিএসএফ এর উস্পস্থিতিতে বাংলাদেশের গোমস্তাপুর থানা পুলিশ লাশ হস্তান্তর করে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর