নাজিম হাসান,রাজশাহী...........................................................
গাইবান্ধার জেলার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ-বাগদাফার্মে ২০১৬ সালের ৬ নভেম্বর পুলিশের গুলিতে নিহত সাঁওতাল শ্যামল হেমব্রম, রমেশ টুডু ও মঙ্গল মার্ডির হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ নভেম্বর) সকাল সোয়া ১০টা থেকে বেলা সোয়া ১১টা পর্যন্ত মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
জাতীয় আদিবাসী পরিষদের রাজশাহী জেলা ও মহানগর কমিটি আয়োজনে এতে উপস্থিত ছিলেন, জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা কমিটির সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড়, জাতীয় আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মতরুণ মন্ডা, দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, আবুল কালাম আজাদ, মোস্তাফিজুর রহমান খান আলম, আন্দ্রিয়াস বিশ্বাস, কল্পনা রায় প্রমুখ।
এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, ২০১৬ সালের ৬ নভেম্বর গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ-বাগদাফার্মে পুলিশের গুলিতে তিন আদিবাসি সাঁওতালকে বর্তমান সরকারের পেটুয়া বাহিনী নৃশংস ভাবে হত্যা করে এবং আদিবাসীদের ঘর বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। সাঁওতাল হত্যার ঘটনায় সঠিক ক্ষতিপুরণ দাবিসহ সাহেবগঞ্জ-বাগদাফার্মের আদিবাসী-বাঙ্গালিদের জমি ফেরত চাওয়া হয়। এছাড়াও দোষী পুলিশ সদস্যদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানানো হয়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর