মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : গোদাগাড়ী উপজেলা ওষুধ ব্যবসায়ী সমিতির বার্ষিক বনভোজন ও ২০২৫ সালের নতুন কমিটি গঠন অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হারুন অর রশিদ সভাপতি, বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি রাজশাহী জেলা শাখা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ ইব্রাহিম, আহ্বায়ক, গোদাগাড়ী উপজেলা ওষুধ ব্যবসায়ী সমিতি। সঞ্চালনা করেন এ্যাডভোকেট তৌসিক আহমেদ মাসুম সদস্য সচিব, গোদাগাড়ী উপজেলা ওষুধ ব্যবসায়ী সমিতি। বনভোজন ও কমিটি গঠনের সার্বিক দায়িত্বে ছিলেন এ্যাডভোকেট মোঃ তৌসিক আহমেদ মাসুম, মোঃ ইব্রাহিম, সামাউন কবির মানিক, নাসিম হোসেন, মোঃ খাদিমুল ইসলাম, আবুল কালাম আজাদসহ আরও অনেকে। সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে এক বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির পদধারীরা হলেন— সভাপতি এ্যাডভোকেট তৌসিক আহমেদ মাসুম সেক্রেটারি মোঃ সামাউন কবির মানিক সহ-সভাপতি মোঃ খলিলুর রহমান নবনির্বাচিত সভাপতি এ্যাডভোকেট তৌসিক আহমেদ মাসুম তার বক্তব্যে বলেন, “সকল সদস্যদের ঐক্য ও সহযোগিতায় আমরা সমিতির কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও সেবামুখী করে তুলতে চাই।” অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও সদস্যরা নবগঠিত কমিটিকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যৎ কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর