মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার কাকনহাটে এক সিএনজি চালককে অপহরণ করে চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, গত ৫ নভেম্বর (মঙ্গলবার) সকাল আনুমানিক ১০টার দিকে কাকনহাট থেকে রাজশাহী কোর্ট স্টেশনগামী সিএনজি চালক মো. রয়েলকে অজ্ঞাত পরিচয়ের কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে সহকর্মী চালকদের প্রচেষ্টায় রয়েলকে উদ্ধার করা হলেও অভিযুক্তরা তার কাছ থেকে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সিএনজি চালকরা জানান, কোর্ট স্টেশন এলাকায় মো. মনির হোসেন ও মো. রুবেল হোসেন নামে দুই ব্যক্তি চা খাওয়ার কথা বলে রয়েলকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। এক ঘণ্টা পর রয়েল নিখোঁজ থাকায় চালকরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে কোর্ট স্টেশন সিএনজি সিরিয়াল মাষ্টার মো. মিজানুর রহমান মিজান ও তার সহযোগিতায় রয়েলকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর রয়েল অভিযোগ করেন, তারা আমাকে বলে এক লক্ষ টাকা না দিলে মেরে ফেলবে। আমার পরিবারের ওপরও মিথ্যা মামলা দেওয়ার হুমকি দেয়। নিরাপদে ফিরে আসার জন্য চালক বন্ধুরা মিলে ১৫ হাজার টাকা প্রদান করতে বাধ্য হন বলে জানান তারা। বাকি ৮৫ হাজার টাকা না দিলে কাকনহাট এলাকায় সিএনজি চালাতে দিবেনা বলে হুমকি দেওয়া হয়।
জৈনক মনির ও রুবেল নামের ওই দুই ব্যক্তি লোহার রড ও ধারালো অস্ত্র (চাইনিজ কানতাই) নিয়ে চালকদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন সিএনজি চালকরা। এতে কমপক্ষে ২৮-২৯ জন চালক ভয়ে স্থান পরিবর্তন করেন। চালকরা জানান, তারা বিষয়টি র্যাব, স্থানীয় পুলিশ ও বিএনপি নেতৃবৃন্দকে অবহিত করেছেন। পরে কাকনহাট পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়েরের পরামর্শ পেয়ে তারা কাকনহাট পৌরসভার প্রশাসক ও পুলিশ তদন্ত কেন্দ্রে পৃথকভাবে অভিযোগ জমা দিয়েছেন।
চালকদের দাবি, আমরা জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত পরিশ্রম করি। কিন্তু এমন সন্ত্রাসী কর্মকাণ্ডে এখন সিএনজি বের করতেও ভয় পাচ্ছি। প্রশাসনের কাছে আমাদের একটাই আবেদন আমাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। এ বিষয়ে অভিযুক্ত মনির ও রুবেল অভিযোগ অস্বীকার করেছেন।
এ বিষয়ে কাকনহাট পৌরসভার পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি মোঃ শামসুল হক বলেন বিষয়টি আমি গুরুত্ব সহকারে দেখছি। এ বিষয়ে উভয়ের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে, কাকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বলেন, আমি বর্তমানে ছুটিতে আছি, এ বিষয়ে এসআই আশরাফের সঙ্গে কথা বলতে পারেন। তবে এসআই আশরাফের মোবাইলে সংযোগ না পাওয়ায় কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
স্থানীয় চালক সমাজ প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন, যেন তারা নিরাপদে জীবিকা নির্বাহ করতে পারেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর