প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২০, ২০২৫, ২:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৬, ২০২৫, ২:০২ পি.এম
গোদাগাড়ীর কাঁকনহাটে ভোক্তা অধিকার লঙ্ঘনে ৫ প্রতিষ্ঠানসহ এক ব্যক্তিকে জরিমানা

মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট এলাকায় আজ ২৬ জুন ২০২৫ তারিখ বৃহস্পতিবার মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে পাঁচটি প্রতিষ্ঠান ও একজন ব্যক্তিকে মোট ১৭,৫০০ (সতেরো হাজার পাঁচশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮, ৪৩, ৪৫, ৫২ ও ৫৩ ধারায় এ অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানা প্রাপ্ত প্রতিষ্ঠান ও ব্যক্তিরা হলেন: ১. আব্দুল্লাহ মিষ্টান্ন ভান্ডার – প্রোঃ মোঃ লিটন (৩৮), গ্রাম: ঘিয়াপুকুর, জরিমানা: ৫,০০০/- ২. আব্দুল্লাহ হোটেল – প্রোঃ মোঃ দুখু মিয়া (৬০), গ্রাম: সুরসুনিপাড়া, জরিমানা: ৫,০০০/- ৩. মাসুদ হোটেল – প্রোঃ মোঃ ইমতিয়াজ (৩৫), গ্রাম: কাঁকনহাট, জরিমানা: ৫,০০০/- ৪. সোহাগ হোটেল – প্রোঃ মোঃ সোহাগ (৩২), গ্রাম: দরগাপাড়া, জরিমানা: ২,০০০/- ৫. মোসাঃ ফাউজিয়া বেগম (৪৫), গ্রাম: কাঁকনহাট, জরিমানা: ৫০০/- টাকা।
গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ বলেন “সাধারণ ভোক্তাদের অধিকার রক্ষায় উপজেলা প্রশাসনের এই অভিযান চলমান থাকবে। খাদ্যে ভেজাল, স্বাস্থ্যঝুঁকিপূর্ণ পরিবেশ ও মূল্য তালিকা প্রদর্শনে গাফিলতির কারণে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।” জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাঁকনহাট এলাকায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর