# গোদাগাড়ী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় FOOD FOR THE HUNGRY এর আওতাধীন গোদাগাড়ী এরিয়া প্রোগ্রাম এর কার্যক্রম অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৪ নভেম্বর) সকাল ১০ টায় গোদাগাড়ী উপজেলা অডিটোরিয়াম হল রুমে Let's Learn to Read(L. L.R) কার্যক্রমের অবহিতকরণ সভার আয়োজন করা হয়।
FH Association একটি উন্নয়ন সংস্থা হিসেবে গোদাগাড়ী উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে দীর্ঘদিন ধরে। এরই ধারাবাহিকতায় আজ গোদাগাড়ী উপজেলার ২৮ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকসহ মোট ৫৬ জন শিক্ষকদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের মাওলানা শরিফুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার(ইউওনও) ফয়সাল আহমেদ, গোদাগাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুনমুন সুলতানা, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর আব্দুর রহিম নুরি। এছাড়া আরো উপস্থিত ছিলেন, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার এন্ড অপারেশনস জ্ঞানোত্তর চাকমা, Education স্পেসালিস্ট নুসরাত বিনতে হায়দার, গোদাগাড়ী এরিয়া প্রোগ্রাম ম্যানেজার নাসিরুল ইসলাম, গোদাগাড়ী এরিয়ার প্রোগ্রাম কোর্ডিনেটর ইউসুফ আলীসহ গোদাগাড়ী উপজেলার বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর