# গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২ হাজার পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় আরও দুইজন মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃত আসামী হলেন, গোদাগাড়ী পৌর এলাকার সিএন্ডবি গড়ের মাঠ গ্রামের মৃত সোলাইমান ছেলের মোঃ সেলিম রেজা (৩৪)। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে গোদাগাড়ী মডেল থানার এসআই মোঃ আনোয়ার হোসেন ও এএসআই(নিঃ) মোঃ হাসান আলী নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মহিষালবাড়ী বাজার এলাকায় হাইওয়ে-১ ডিউটিতে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, সিএন্ডবি গড়ের মাঠ গ্রামে সেলিম রেজার বসতবাড়িতে ইয়াবা কেনাবেচা হচ্ছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে থানার অফিসার ইনচার্জকে অবহিত করা হলে তার নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মোমিনুল হাসানের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় সেলিম রেজাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। তবে অপর দুইজন পালিয়ে যেতে সক্ষম হয়। পরে আটককৃত আসামীর দেহ তল্লাশি করে তার পলিপ্যাকে থাকা ১ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া পলাতক ব্যক্তিদের ফেলে যাওয়া পলিপ্যাক থেকে ১ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধারকৃত ইয়াবার সংখ্যা ২ হাজার পিচ, যার মোট ওজন প্রায় ২০০ গ্রাম। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য আনুমানিক ৬ লক্ষ টাকা।
গোদাগাড়ী মডেল থানার ওসি হাসান বাসির জানান, গ্রেপ্তারকৃত সেলিম রেজা ও পলাতক দুই আসামীর বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর