গোদাগাড়ী প্রতিনিধি :রাজশাহীর গোদাগাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি হেরোইনসহ দেলোয়ার হোসেন নামে একজনকে আটক করে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় গোদাগাড়ী পৌর রেলবাজার খেয়া ঘাটের নিচে পদ্মা নদীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটককৃতরা হলেন, গোদাগাড়ী পৌরসভার মাদারপুর এলাকার জালাল উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন(২৬)।
পুলিশ সূত্রে জানা যায়, দেলোয়ার আইনশৃঙ্খলা বাহিনীর অগোচরে বহুদিন যাবত হেরোইন পদ্মা নদীর ওপার থেকে নিয়ে এসে দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করত। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স সহ একটি অভিযানিক দল জানতে পারে পদ্মা নদীর ওপার থেকে হেরোইন নিয়ে আসছে ২ জন ব্যক্তি, খেয়াঘাটে পৌঁছালে দেলোয়ারকে তল্লাশি করে তার কাছে থাকা একটি ব্যাগে প্যাকেটে মোড়ানো অবস্থায় ১ কেজি হেরোইন উদ্ধার করে আলামত সহ একজনকে থানায় হেফাজতে আনা হয়। তবে তার অপর একজন সহযোগী অভিযান পরিচালনাকালে ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ( ওসি) মোঃ রহুল আমিন জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর