মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার উজানপাড়া গ্রামে মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোদাগাড়ী থানা পুলিশ। শুক্রবার (২৮ জুন) দিবাগত রাত আনুমানিক ২টা ৫৫ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়।
গোদাগাড়ী মডেল থানার এসআই (নিরস্ত্র) মো. রুবেল মৃধার নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন—উজানপাড়া গ্রামের মো. ওয়ালিদ ইসলাম (২৩), পিতা মো. মোতালেব ইসলাম এবং মো. জহুরুল ইসলাম (২৫), পিতা মো. মনিরুল ইসলাম। উভয়ের বাড়ি একই গ্রামে।
পুলিশ জানায়, রেলগেট বাজার ও সংলগ্ন এলাকায় মাদক ও গ্রেফতারি পরোয়ানা তামিল সংক্রান্ত ডিউটিতে নিয়োজিত থাকার সময় গোপন সূত্রে খবর পান—উজানপাড়ার একটি বাড়িতে দুই মাদক ব্যবসায়ী হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পাওয়ার পর অভিযান চালিয়ে রাত ২টা ৫৫ মিনিটে তাদের গ্রেফতার করা হয়। এসময় ওয়ালিদ ইসলামের পরিহিত লুঙ্গির কোচ থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যা একটি সাদা স্বচ্ছ পলিথিনে মোড়ানো ছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর অধীনে একটি মামলা রুজু করা হয়েছে। রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর