মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকনহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে পলাতক সাজাপ্রাপ্ত আসামি মোঃ মেহেদী (৪০)-কে গ্রেফতার করেছে র্যাব-৫।
র্যাব সূত্র জানায়, ০৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাত ১২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর একটি আভিযানিক দল কাকনহাট বাজার এলাকায় অভিযান চালায়। এসময় ছদ্মবেশে অবস্থানরত মেহেদীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মেহেদী বগুড়ার সোনাতলা থানার নিশ্চিন্তপুর গ্রামের মৃত মোঃ নিজাম উদ্দিনের ছেলে। তিনি অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল চোরাচালানের মামলায় দোষী সাব্যস্ত হয়ে বিশেষ ক্ষমতা আইনে ০২ বছরের সাজা পান। কিন্তু দীর্ঘদিন পলাতক ছিলেন। পরে গ্রেফতারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোনাতলা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকে তারা দেশব্যাপী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী ও বিভিন্ন অপরাধীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে। জননিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও র্যাব-৫ এর পক্ষ থেকে জানানো হয়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর