1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
 অন্তঃসত্ত্বা ভারতীয় নারীকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি শাহরিয়ার ইলেভেনেস চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে ট্রফি উন্মোচন, কেক কাটা ও প্রীতিভোজ অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রূপসা উপজেলা প্রেসক্লাবে দোয়া  রূপসায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাকির হোসেন বাকুর দাফন সম্পন্ন পাবনা-৪ আসনের ভোটাররা  ক্লিন ইমেজের র্প্রাথীর অপেক্ষায় প্রহর গুণছে  দুর্গাপুরে আলেম সমাজকে নিয়ে জামায়াতের উলামা সমাবেশ পারিবারিক আবেগের প্রতি শ্রদ্ধা: বিএসএফ–বিজিবির সমন্বয়ে মরদেহ দেখার সুযোগ কবিতা……….. বেগম জিয়া সবার কাছে গ্রহণযোগ্য নেত্রী: রাজশাহীতে দোয়া মাহফিলে মিনু কালীগঞ্জে তিন দফা দাবি বাস্তবায়নে শিক্ষকদের প্রতিবাদ সভা ও স্মারকলিপি কর্মসূচি পালন

গোদাগাড়ীতে নৌকা মাঝি, শিক্ষক ও ইউপি সদস্যদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় নদীপথে যাতায়াতকারী সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এক মানবিক ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫ তারিখে চর আশারিয়াদহ ইউনিয়নের নৌকা মাঝি, শিক্ষক ও ইউনিয়ন পরিষদের সদস্যদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ করা হয়। এই মহতী উদ্যোগের পেছনে ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও দক্ষ প্রশাসক  ফয়সাল আহমেদ। যিনি নিজস্ব তত্ত্বাবধান ও সহায়তায় পুরো কার্যক্রমটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করেন।

লাইফ জ্যাকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও প্রশাসক, জেলা পরিষদ, রাজশাহী। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা  রেজা হাসান (উপসচিব),  জাকিউল ইসলাম, ডিডিএলজি (উপসচিব), জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহী; মনিরুল ইসলাম, পিআইও, এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ।

Open photo

প্রধান অতিথির বক্তব্যে  হাবিবুর রহমান বলেন, “নৌ নিরাপত্তা নিশ্চিত করা একটি সময়োপযোগী প্রয়াস। ইউএনও ফয়সাল আহমেদ যে আন্তরিকতা ও মানবিকতা নিয়ে এই উদ্যোগ গ্রহণ করেছেন, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তার নেতৃত্বে গোদাগাড়ী এখন নিরাপদ, সচেতন ও দায়িত্বশীল প্রশাসনের উদাহরণ।”

উল্লেখ্য, পদ্মা তীরবর্তী এই অঞ্চলে বহু মানুষ নৌপথে যাতায়াত করে থাকেন। অতীতে দুর্ঘটনার শিকার হয়েছেন অনেকেই। তাই এই উদ্যোগ শুধু বিতরণ নয়, বরং প্রাণ বাঁচানোর মতো এক কার্যকর পদক্ষেপ হিসেবে স্থানীয়দের হৃদয় ছুঁয়ে গেছে। এমন উদাহরণমূলক কর্মকাণ্ড প্রশাসনের প্রতি জনগণের আস্থা বাড়ানোর পাশাপাশি অন্য উপজেলাগুলোর জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট