# গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে ৭ জেলেকে আটক করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৪ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস করা হয় ও ৩ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে গোদাগাড়ী উপজেলার পদ্মা নদীতে মৎস অফিস ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
ভ্রাম্যমাণ দন্ড প্রাপ্তরা হলেন- গোদাগাড়ী থানার চরবয়ারমারী গ্রামের মো: মমিন (৪২), একই গ্রামের মো: মাহাবুল (৩৫), চাপাই সদর থানার হাকিমপুর গ্রামের মো: মামুন (৩০),একই গ্রামের মোঃ ইয়াদ আলী (৩৬), মো: সুমন (২৬), ও মো: তারজেন (২৪), নামা রহমা গ্রামের মো: নজরুল (৪৩)।
মঙ্গলবার দুপুর থেকে মা ও ডিমওয়ালা ইলিশ ধরা প্রতিরোধে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে বিকেলে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে কিছু জেলেকে মাছ ধরতে দেখা যায়। এসময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ার সময় ৭ জেলেকে আটক করে নৌ পুলিশের সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ জেলেকে ৫ হাজার ও ৬ জেলেকে ৪ হাজার টাকা করে জরিমানা করেন। আর জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ফেলা হয় ও ইলিশ মাছ এতিমখানায় প্রদান করা হয়। গোদাগাড়ী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম জানান, ইলিশ মাছ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর