মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে জোরপূর্বক ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ ইমরান (২৬) কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)।
র্যাব জানায়, সোমবার রাত ৩টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে শরিয়তপুর জেলার পালং থানাধীন মধ্য পালং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ অভিযানে র্যাব-৫, সিপিএসসি, রাজশাহী ও র্যাব-৮, সিপিসি-২, মাদারীপুর যৌথভাবে অংশ নেয়। গ্রেফতারকৃত ইমরান রাজশাহীর গোদাগাড়ী উপজেলার হরিশংকরপুর গ্রামের মোঃ আনারুল ইসলামের ছেলে।
ঘটনার সূত্রে জানা যায়, ছয় মাস আগে ভিকটিম তালাকপ্রাপ্ত হয়ে স্থানীয় একটি কোম্পানিতে চাকরি নেন। একই গ্রামের ইমরান ভিকটিমের পরিবারের সঙ্গে পরিচিত হওয়ায় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। নিয়মিত মোবাইল ফোনে যোগাযোগের একপর্যায়ে ভিকটিম নিজেকে বিবাদীর প্রলোভনে ভাড়া বাসায় উঠান। পরে গত ২ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে ইমরান ভিকটিমের ভাড়া বাসায় প্রবেশ করে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পর ভিকটিম নিজেই বাদী হয়ে গোদাগাড়ী থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই পুলিশ ও র্যাব আসামিকে গ্রেফতারের জন্য অভিযান শুরু করে। অবশেষে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ এর চৌকস টিম তাকে ধরতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর