# জাহিদুল ইসলাম, গোদাগাড়ী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী ডাইংপাড়া বণিক সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান মিলন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ শরিফুল ইসলাম। মঙ্গলবার ২৯ অক্টোবর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে গোদাগাড়ী উপজেলা বিআরডিবি অফিসে ডাইংপাড়া বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনকে ঘিরে দিনব্যাপী উৎসবের আমেজ ছিল গোদাগাড়ী উপজেলা প্রাঙ্গনে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন হয়েছে। ডাইংপাড়া বণিক সমিতির নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে আসাদুজ্জামান মিলন। সহ-সভাপতি পদে ডাব প্রতিকে সর্বাধিক ১৬৩ টি ভোট পেয়ে মোঃ আব্দুস সামীম নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ তাজিমুল ইসলাম (আনারস)প্রতিক নিয়ে ৬১ টি ভোট পেয়েছেন। টেবিল প্রতিকে সর্বোচ্চ ১১৯ টি ভোট পেয়ে মোঃ শরিফুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ তৌহিদুল ইসলাম মাছ প্রতিকে পেয়েছেন ১০৯ টি ভোট। কোষাধ্যক্ষ পদে ১২৬ টি ভোট পেয়ে আব্দুর রহমান মই প্রতীকে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলী আহমদ ঘড়ি প্রতীকে পেয়েছেন ৯৫ টি ভোট।
এছাড়া ১১ জন সাধারন সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণ করে এদের মধ্যে ৮ জন সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়। ডাইংপাড়া বণিক সমিতির ২৬৭ জন ভোটারের মধ্যে ২৩২ জন জন ভোট প্রদান করেন। উপজেলা সমবায় অফিসার ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি জিগার হাসরত জানান, নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর ভাবে অনুষ্ঠিত হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর