মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : আজ বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫, রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদের সুদক্ষ তত্ত্বাবধানে হতদরিদ্র ও দুর্যোগকবলিত মানুষের মাঝে টিন, নগদ অর্থ এবং খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ১৪.৫ কেজির একটি প্যাকেট, যাতে ছিল ৮টি প্রয়োজনীয় আইটেম। একইসঙ্গে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ব্যবহারের জন্য ও অফিসে সেবাগ্রহীতাদের বসার সুবিধার্থে প্রয়োজনীয় সংখ্যক বেঞ্চ সরবরাহ করা হয়।
এই মহতী কর্মসূচির উদ্বোধন ও বিতরণ কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জনাব মোহাম্মদ হাবিবুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিও) রেজা হাসান (উপসচিব), জেলা প্রশাসকের কার্যালয়ের ডিডিএলজি জাকিউল ইসলাম (উপসচিব), গোদাগাড়ী উপজেলার প্রকৌশলী মনসুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুল ইসলামসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও সুধীজন।
উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদের বলিষ্ঠ ও মানবিক নেতৃত্বে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ গোদাগাড়ী উপজেলাকে সুশাসন ও মানবিক সহায়তার এক অনন্য দৃষ্টান্তে পরিণত করেছে। জনগণের পাশে থেকে দুর্দশাগ্রস্ত মানুষের মুখে হাসি ফোটাতে এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।#