গোদাগাড়ী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গোদাগাড়ী উপজেলা ও পৌর শাখা।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯ টায় গোদাগাড়ী মহিশালবাড়ী বাজার থেকে বিজয় র্যালি শুরু হয়, র্যালিটি গোদাগাড়ী ডাইংপাড়া মোড় প্রদক্ষিণ করে গোদাগাড়ী উপজেলা চত্বরে এসে মহান বিজয় দিবস অনুষ্ঠানে সকলেই একত্রিত হয়।
বিজয় র্যালিতে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলার আমির অধ্যাপক আব্দুল খালেক, পৌর আমীর জনাব আনারুল ইসলাম পৌর সেক্রেটারি শওকত আলী উপজেলা আমির জনাব নোমায়ন সহ স্থানীয় নেতা-কর্মীরা র্যালীতে অংশগ্রহণ করেন। দীর্ঘ ১৫ বছর পর বাধাহীনভাবে বিজয় র্যালি করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন জামায়াতের জেলা আমির অধ্যাপক আব্দুল খালেক ।
অন্যান্য নেতৃবৃন্দ বলেন, বিগত ১৬ বছর ধরে আওয়ামী লীগ সরকার আমাদের বিজয় র্যালি পর্যন্ত করতে দেয়নি। তারা গণতন্ত্রকে হত্যা করেছিল। বিরোধী মত দমন করতে আগ্রাসী মনোভাব ছিল। এবার বাধাহীনভাবে বিজয় র্যালি করতে পেরে আমরা আনন্দিত বলেও মন্তব্য করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।জাতীয় সংগীত এর মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও শেষে বিভিন্ন স্টল প্রদর্শন করেন।
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর