# গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ এবং গণভোটকে সামনে রেখে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি অবহিতকরণ সভা ও প্রচার-প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৪টায় গোদাগাড়ী ডাইংপাড়া সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি সচেতনতা র্যালি আয়োজন করা হয়।

র্যালিতে উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাদাত রত্ন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। র্যালিতে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও লিফলেটের মাধ্যমে ভোটারদের নির্ভয়ে ভোট প্রদানের জন্য উৎসাহিত করেন। তারা ভোটকেন্দ্রে উপস্থিতির গুরুত্ব এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

পাশাপাশি পথচারী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে নির্বাচন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে বক্তারা বলেন, “গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে প্রত্যেকের ভোটাধিকার প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ভোটার সচেতনতার বিকল্প নেই।” কর্মসূচিটি গোদাগাড়ী বাজার ও আশপাশের এলাকায় ব্যাপক সাড়া ফেলে এবং সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক আগ্রহ সৃষ্টি করে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর