মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমেদ গত ২০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে যোগদানের পর থেকেই ধারাবাহিকভাবে জনকল্যাণে কার্যকর ভূমিকা রেখে চলেছেন।
ভেজালবিরোধী অভিযান, মাদক দমন ও বাল্যবিবাহ প্রতিরোধে প্রশংসায় ভাসছেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ। গোদাগাড়ী উপজেলার সর্বস্তরে চালাচ্ছেন ভেজালবিরোধী অভিযান, মাদকবিরোধী ব্যবস্থা এবং বাল্যবিবাহ প্রতিরোধ কার্যক্রম। তার নেতৃত্বে জনমানুষের আস্থা যেমন বেড়েছে, তেমনি এলাকাজুড়ে প্রশংসার জোয়ার বইছে।
চলতি জুন মাসে প্রায় প্রতিদিনই গোদাগাড়ী উপজেলার বিভিন্ন হোটেল-রেস্তোরাঁ ও দোকানে ভেজালবিরোধী অভিযান চালানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অসাধু ব্যবসায়ীদের জরিমানা ও সতর্ক করার পাশাপাশি জনসচেতনতামূলক বার্তা দিয়েছেন ইউএনও। এতে খাদ্যনিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সাধারণ মানুষের ভোক্তা অধিকার সুরক্ষিত হয়েছে। একইসঙ্গে, মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে প্রশাসনিক অবস্থান আরও কঠোর হয়েছে। গোদাগাড়ীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একাধিক মাদক সেবনকারী ও কারবারিকে আটক করে আদালতের মাধ্যমে শাস্তির আওতায় আনা হয়েছে। এতে উপজেলায় মাদকের বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে স্থানীয়রা জানান।
এছাড়া, বাল্যবিবাহ প্রতিরোধেও সক্রিয় ভূমিকা পালন করছেন ফয়সাল আহমেদ। বিভিন্ন সময় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একাধিক বাল্যবিবাহ বন্ধ করেছেন। পাশাপাশি স্কুল-কলেজে সচেতনতা বৃদ্ধিমূলক সেমিনার, অভিভাবকদের সঙ্গে মতবিনিময় এবং প্রচারমূলক কর্মসূচি অব্যাহত রেখেছেন তিনি।
স্থানীয় এক প্রবীণ বলেন, “এই ইউএনও সাহেব আমাদের আশার আলো। তার নেতৃত্বে গোদাগাড়ীতে অনেক নিরাপদ ও শৃঙ্খলা ফিরে এসেছে।” সচেতন মহলের ভাষ্য, একজন সৎ ও সক্রিয় নির্বাহী কর্মকর্তা থাকলে একটি উপজেলা কেমন পরিবর্তিত হতে পারে—গোদাগাড়ী উপজেলা তার বাস্তব উদাহরণ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর