প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৯, ২০২৫, ১১:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৯, ২০২৫, ৪:০৯ পি.এম
গোদাগাড়ীতে চায়না প্রজেক্টে শ্রমিক অসন্তোষ: ৯ দফা দাবিতে কর্মবিরতি ও মহাসড়ক অবরোধ

মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী এলাকায় চলমান চায়না প্রজেক্ট হুনান কনস্ট্রাকশন-এ শ্রমিক অসন্তোষ তীব্র আকার ধারণ করেছে। বেতন কর্তন ও ইকুইপমেন্টের নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) শ্রমিকেরা ৯ দফা দাবিতে কর্মবিরতি পালন করেন এবং বিক্ষোভ মিছিল শেষে মহাসড়ক অবরোধ করেন। ফলে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল বিঘ্নিত হয়।
শ্রমিকদের অভিযোগ, প্রজেক্টের ম্যানপাওয়ার শাখার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা মাসিক বেতনের নির্দিষ্ট অংশ অন্যায়ভাবে কেটে রাখছেন। পাশাপাশি কর্মীদের প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম (PPE) সরবরাহের নামে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। এসব অনিয়ম ও হয়রানির প্রতিক্রিয়াতেই তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন বলে জানান শ্রমিকরা।
আন্দোলনরত শ্রমিকেরা নিম্নোক্ত ৯ দফা দাবি উপস্থাপন করেন— বেসিক ৮ ঘণ্টার নির্ধারিত বেতন ও ওভারটাইম হিসেবে বেসিক বেতনের ১.৫ গুণ প্রদান, বাংলাদেশ শ্রম আইন পূর্ণভাবে অনুসরণ, শ্রমিক ছাঁটাইয়ের ক্ষেত্রে কমপক্ষে ৯০ দিন আগে লিখিত নোটিশ অথবা নোটিশ না দিলে ৯০ দিনের সমপরিমাণ বেতন প্রদান, মেডিকেল ভাতা বা ইন্স্যুরেন্স সুবিধা নিশ্চিতকরণ, পিপিইসহ সব ধরনের নিরাপত্তা সামগ্রী বিনামূল্যে সরবরাহ, মাসের ১ থেকে ২ তারিখের মধ্যে বেতন পরিশোধ, দুই ঈদে মূল বেতনের ৫০ শতাংশ হারে উৎসব ভাতা প্রদান, রাতের শিফটে কাজ করলে শ্রমিকদের খাবারের ব্যবস্থা, প্রতি শুক্রবার অর্ধদিবস কাজ শেষে ছুটি। বিষয়টি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন দ্রুত মাঠে নামেন। সন্ধ্যা ছয়টায় ১০ সদস্যের শ্রমিক প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করতে প্রজেক্ট এলাকায় প্রবেশ করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুস সাদাত রত্ন ও সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম।
সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম বলেন, শ্রমিকদের কিছু দাবি তাৎক্ষণিকভাবে মেনে নেওয়া হয়েছে এবং কিছু দাবি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। শ্রমিক প্রতিনিধিরা আলোচনার ফলাফলে সন্তুষ্ট হওয়ায় আন্দোলন সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। আন্দোলন স্থগিত হওয়ায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয় এবং মহাসড়কে যান চলাচলও পুনরায় সচল হয়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর