মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ভেজাল সার ও অবৈধ কীটনাশক বিক্রয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভেজাল সার জব্দ ও একজন অসাধু ব্যবসায়ীকে কারাদন্ড প্রদান করা হয়।
অভিযানে গোগ্রাম ইউনিয়নের বসন্তপুর ও দমদমা এলাকায় তল্লাশি চালিয়ে মেসার্স সারমিন ট্রেডার্স-এর মালিক মো. রমজান আলী (৩১) কে ভেজাল সার বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। অভিযানে প্রায় ৩৫৫৪ কেজি ভেজাল সার জব্দ করা হয়েছে, যা ধ্বংসের প্রক্রিয়াধীন রয়েছে।
অভিযানে ইউএনও ফয়সাল আহমেদের সঙ্গে ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার জনাব আল আমিন হোসেন, স্থানীয় পুলিশ সদস্য ও আনসার বাহিনী। ইউএনও ফয়সাল আহমেদ বলেন, “ভেজাল সার কৃষকের ফসলের জন্য হুমকি। কৃষকদের সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” স্থানীয় কৃষকরা প্রশাসনের এই পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন এবং নিয়মিত এমন অভিযান চালানোর দাবি জানিয়েছেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর