মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি এ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (০৩ ডিসেম্বর ২০২৫) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন এবং প্রতিবন্ধী অধিকার সংরক্ষণ সংস্থার যৌথ উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল দশটায় উপজেলা চত্বর থেকে একটি সুসজ্জিত র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা অডিটরিয়াম হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
প্রতিবন্ধী অধিকার সংরক্ষণ সংস্থার সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাদাত রত্ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. নাজমুস সাদাত রত্ন বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, বরং সমাজের অপরিহার্য অংশ। যথাযথ প্রশিক্ষণ, শিক্ষা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে তারা দেশের সামগ্রিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম।
সভায় বক্তারা প্রত্যেক প্রতিবন্ধী ব্যক্তির অধিকার, নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে আরও সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর