# কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের কার্য নির্বাহী সদস্য ও কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুক্তাদির হোসেন এর পিতা কালীগঞ্জ বাজার আধুনিক পুস্তকালয় (জলিল লাইব্রেরীর) স্বতাধিকারী মো. আব্দুল জলিল মিয়ার (৮২) দাফন সম্পন্ন হয়েছে।
কালীগঞ্জ বাজারে দীর্ঘ দিনের আধুনিক পুস্তকালয় (জলিল লাইব্রেরীর) মালিক মো. আব্দুল জলিল মিয়া বৃহস্পতিবার সকালে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। বাদ আসর কালীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজার নামাজ শেষে কালীগঞ্জ পৌর গোরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে ৩ ছেলে, ২ মেয়ে, নাতী, নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মো. আব্দুল জলিল মিয়া বাংলাদেশ পুস্তক প্রাকাশক ও বিক্রেতা সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘ দিন যাবত দায়িত্ব পালন করেছেন। তিনি কালীগঞ্জ বাজার মদিনাতুল মনোয়ারা কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, অর্থ বিষয়ক সম্পাদক, শেষ পর্যন্ত কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মরহুম মো. আব্দুল জলিল মিয়ার মৃত্যুতে শোকাভিভূত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন ইসলামী অঅন্দোলন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা গাজী মো. আতাউর রহমান, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফর রহমান, গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম (রফিক), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন প্রধান,ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ পারভেজ মিয়া, কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, কালীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান, কালীগঞ্জ উপজেলা টেলিভিশন সাংবাদিক ক্লাবের সভাপতি মো. মুজিবুর রহমান, কালীগঞ্জ প্রেস ক্লাবের সদস্য আহমদ আলী, মো. পনির খন্দকার, কাজী মো. মুন্জর হোসেন, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সহ সাধারন সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন,ক্রীড়া সম্পাদক মো. শাহ নেওয়াজ, কালীগঞ্জ থানা প্রেস ক্লাবের সভাপতি মোঃ জাকারিয়া আল মামুন, সাধারণ সম্পাদক মো: নোমান, জনতার দল কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলাম, কালীগঞ্জ বাজার কেন্দ্রীয় মসজিদ কমিটির আহ্বায়ক মো. মাহবুবুর রহমান সুরুজ, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সদস্য আজাদ আনোয়ার হোসেন, জনতা লাইব্রেরীর মালিক আব্দুস ছালাম, কালীগঞ্জ দলিল লেখক ও ভেন্ডার কল্যাণ সমিতির সভাপতি মো. আশরাফুল আলম (কাজল), সাধারণ সম্পাদক হায়দার আলী,যুগ্ম সাধারন সম্পাদক মোঃ জোবায়ের আলম (শিমুল)সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর